বেড়েছে তাপমাত্রা, দেশজুড়ে কিছুটা কমেছে শীত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২২, ২০২৩, ০৬:২০ পিএম

বেড়েছে তাপমাত্রা, দেশজুড়ে কিছুটা কমেছে শীত

কমতে শুরু করেছে মাঘের শীত। কুয়াশার আড়াল থেকে উঁকি দিচ্ছে সূর্য। বাড়ছে দিনের তাপমাত্রা, কমছে শীতের তীব্রতা। রবিবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবার ও শুক্রবার রেকর্ড হয়েছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকে শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার এ প্রবণতা অব্যাহত থাকবে। অন্তত জানুয়ারি মাসে তাপমাত্রা আর কমার লক্ষণ নেই। দেশের অন্য সব এলাকার পাশাপাশি রাজধানীতেও তাপমাত্রা বেড়েছে।

এর আগে, গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। রোববার সেখানে তাপমাত্রা বেড়ে হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলেও ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই আজকে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Link copied!