ভারতে কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৯, ২০২২, ০৬:৫৬ পিএম

ভারতে কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিতর্ক

ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিতর্ক চলছে। এর মধ্যেই দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষা শুরু হয়েছে। বোরকা পরায় হাভেলি জেলার এক শিক্ষার্থী পরীক্ষার হলে ঢুকতে বাধার মুখে পড়েছে। এরপর স্কুলের পোশাক পরে ফিরে আসার পর তাকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়।

রাজ্যের বাগলকোট জেলাতেও এমন একটি ঘটনা ঘটেছে। এক শিক্ষার্থীকে হিজাব ছাড়া আসতে বলা হয়। তবে হিজাব খোলার শর্তে তিনি পরীক্ষা দেননি।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী কর্তৃপক্ষ বলেছে, স্কুলের পোশাক পরার জন্য ওই শিক্ষার্থীকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল।

Link copied!