যশোরে বাসচাপায় সাতজনের প্রাণহানির ঘটনায় চালকের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৯, ২০২৩, ০৫:১২ এএম

যশোরে বাসচাপায় সাতজনের প্রাণহানির ঘটনায় চালকের আত্মসমর্পণ

যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে তিন শিশু ও দুই নারীসহ সাতজন নিহতের ঘটনায় ঘাতক বাসটির চালক পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় স্থানীয় শ্রমিক সমিতি ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে কোতোয়ালি থানায় আত্মসমর্পণ করেন তিনি।

বাসচালক মিজানুর রহমানের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলার হোসাইন জানান, শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনার পর রয়েল পরিবহনের বাসটি জব্দ করি। সেইসঙ্গে বাসচালককে আটকের চেষ্টা করি। যশোরের পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে চালককে পুলিশের কাছে হস্তান্তর করে। আমরা এই দুর্ঘটনা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছি। রোববার (৯ জুলাই) আদালতে পাঠানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠুসহ অন্য নেতারা।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার তেঁতুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে তিন শিশু, নারীসহ সাতজন নিহত হন। এর মধ্যে একই পরিবারে পাঁচজন। দুর্ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন দুইজন।

Link copied!