রিফাত হত্যা: মিন্নির জামিন আবেদন শুনতে অপারগতা হাইকোর্টের

আদালত প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২৩, ১১:২৭ পিএম

রিফাত হত্যা: মিন্নির জামিন আবেদন শুনতে অপারগতা হাইকোর্টের

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনটি শুনতে অপারগতা জানান।

আদালতে মিন্নির পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দা নাসরিন ও অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।

পরে সাংবাদিকদের জামিউল আহসান ফয়সাল জানান, ‘আদালত মিন্নির জামিন আবেদন শুনতে অপরাগতা প্রকাশ করেছেন। আমরা এখন হাইকোর্টের অন্য কোনো বেঞ্চে জামিন আবেদনটি শুনানির জন্য উত্থাপন করবো।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজের প্রধান ফটকের কাছে রিফাত শরীফ (২২)কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায়  রিফাতের বাবা বাদী হয়ে ২৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রথমে মিন্নিকে একজন সাক্ষী হিসেবে রাখা হলেও ২০১৯ সালের ১৬ জুলাই তাকে আসামি করে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে বরগুনার জেলা ও দায়রা জজ আদালত  মিন্নি ও অন্য পাঁচজনকে মৃত্যুদণ্ড দেন। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতের বিচারক মো. আসাদুজ্জামান ওই রায় ঘোষণা করেন।

মামলার পূর্ণাঙ্গ রায় ২০২০ সালের ৩ অক্টোবর প্রকাশিত হয় এবং পরের দিন ডেথ রেফারেন্স হাইকোর্ট বিভাগে পৌঁছায়। একই বছরের ৬ অক্টোবর নিম্ন আদালতের দেওয়া ওই রায়কে চ্যালেঞ্জ করে মিন্নি হাইকোর্টে যান।

Link copied!