মুজিবের বাংলা এখন বিশ্বের বিস্ময়: রাজাপাকসে

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২০, ২০২১, ০৩:২৫ এএম

মুজিবের বাংলা এখন বিশ্বের বিস্ময়: রাজাপাকসে

অনন্য মাত্রার মুক্তিকামী নেতা ছিলেন শেখ মুজিব। তার সেই বাংলা এখন পৃথিবীর বিস্ময়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ তার কাঙ্খিত স্বাধীনতা লাভ করে। 

শুক্রবার (১৯ মার্চ) রাজধানীর প্যারেড স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত দশ দিনব্যাপী ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানের তৃতীয় দিনে সম্মানিত অতিথির বক্তব্যে সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মাহিন্দা রাজাপাকসে এ কথা বলেছেন। 

Mahinda Razapaksa-2
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্পিকারের সাথে অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ছবি: লঙ্কান প্রধানমন্ত্রীর টুইটার

বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড স্কয়ারে তৃতীয় দিনের অনুষ্ঠানের সূচনা হয় মিরপুরের সরকারি পিএইচ সেন্টারের বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের ইশারা ভাষায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। আজকের অনুষ্ঠানের থিম ‘যতকাল রবে পদ্মা যমুনা।’

সম্মানিত অতিথির বক্তব্যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আজীবন লড়াই করেছিলেন। তার নেতৃত্বেই ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তবে অত্যন্ত দুঃখজনকভাবে তিনি ১৯৭৫ সালে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার হন।’

বাংলার এই অঞ্চলের সঙ্গে শ্রীলঙ্কার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে রাজাপাকসে বলেন, ‘বিশেষ করে সমুদ্রপথে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্যিক রুট ছিল। দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেন শ্রীলংকার প্রধানমন্ত্রী।’

শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিশেষ ফ্লাইটে অবতরণ করেন মাহিন্দা রাজাপাকসে। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক দূরত্ব মেনে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার গান স্যালুটে রাষ্ট্রাচারের বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বাংলাদেশে স্বাগত জানানো হয় এই অতিথিকে।

Link copied!