সন্তানের অভিভাবক হিসেবে মাকে স্বীকৃতি দিয়ে ঐতিহাসিক রায় দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৪, ২০২৩, ০৭:৩৪ পিএম

সন্তানের অভিভাবক হিসেবে মাকে স্বীকৃতি দিয়ে ঐতিহাসিক রায় দিলেন হাইকোর্ট

সকল ফরম পূরণের ক্ষেত্রে অভিভাবকের জায়গায় বাবা অথবা মা আইনগত অভিভাবকে রাখার নির্দেশ দিয়ে এক ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। এখন থেকে বাবার পরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা। শিক্ষা প্রতিষ্ঠানসহ যেকোনো ফরম পূরণে অভিভাবক হিসেবে সন্তানের পরিচয়ে বাবার স্থানে শুধু মায়ের নাম লিখলেই হবে। বাবার পরিচয় দিতে বাধ্য করা যাবে না।

মঙ্গলবার এ বিষয়ে এক রুলের শুনানি চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

২০০৭ সালের এপ্রিল মাসে বিভিন্ন গণমাধ্যমের তথ্যে জানা যায়, মাধ্যমিক স্কুল পরীক্ষায় অংশগ্রহণের আগে এক শিক্ষার্থী তার তথ্যফরমে অত্যাবশকীয় বাবার নাম পূরণ করতে না পারার কারণে রাজশাহী শিক্ষাবোর্ড ঠাকুরগাঁওয়ের এক ছাত্রীকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণের প্রবেশপত্র দিতে অস্বীকৃতি জানায়।

ওই শিক্ষার্থীর বাবা তাদের ছেড়ে চলে যাওয়ার পর তার মা তাকে লালনপালন করে বড় করেন। ব্লাস্টসহ তিনটি মানবাধিকারের পক্ষ থেকে এ বিষয়ে কাজ করা হয়। তারা ২০০৯ সালের ২ আগস্ট ওই শিক্ষার্থীর পক্ষে যৌথভাবে জনস্বার্থে রিট করে।

সেই রিটের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। একপর্যায়ে রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দিলেন দেশের উচ্চ আদালত।

Link copied!