সাগর-রুনি হত্যা: ৯৯ বার পেছাল প্রতিবেদন জমা দেওয়ার তারিখ

আদালত প্রতিবেদক

জুন ২২, ২০২৩, ০৯:৪৯ পিএম

সাগর-রুনি হত্যা: ৯৯ বার পেছাল প্রতিবেদন জমা দেওয়ার তারিখ

সংগৃহীত ফাইল ছবি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আবারও পিছিয়েছে। এনিয়ে প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৯৯ বারের মতো পেছানো হলো।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলার তদন্তে নিয়োজিত পুলিশের এলিট ফোর্স প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত আসছে ৭ আগস্ট প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া ফ্ল্যাটে খুন হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান একটি হত্যা মামলা দায়ের করেন।

এই হত্যা মামলায় আসামিরা হলেন-বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল, আবু সাঈদ ও রুনির বন্ধু তানভীর রহমান

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছে র‍্যাব এখনও পর্যন্ত আদালতে তদন্ত  প্রতিবেদন দাখিল করতে পারেনি।

Link copied!