সৌদি পৌঁছেছেন ৬৭ হাজার ১০৫ হজযাত্রী, মৃত্যু ৮

নিজস্ব প্রতিবেদক

জুন ১০, ২০২৩, ০৪:১৪ পিএম

সৌদি পৌঁছেছেন ৬৭ হাজার ১০৫ হজযাত্রী, মৃত্যু ৮

চলতি বছর হজ পালনের জন্য শুক্রবার (৯জুন) রাত পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৭ হাজার ১০৫  জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৩৫০ জন, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫৭ হাজার ৭৫৫ জন।

শনিবার হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানা যায়।

এদিকে, হজে গিয়ে এখন পর্যন্ত ৮ জর মারা গেছেন গেছেন বলে মক্কায় বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে। মৃতদের মধ্যে পুরুষ ৬ জন ও ২ জন নারী।

বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস নামে সৌদি আরবের প্রথম বজেট এয়ারলাইন্স। চলতি বছর এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে যাচ্ছেন। এর মধ্যে ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করছে বাংলাদেশের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাস।

বাংলাদেশে থেকে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি। গত ২১ মে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে আসছে ২ জুলাই থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ২ আগস্ট।

এবার হজের খরচ বেশি হওয়ায় কোটা পূরণ করা যায়নি। কোটা পূরণে আরও দরকার ছিলো সাড়ে তিন হাজার হজযাত্রী। প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Link copied!