হাইকোর্টের এই রায় ৬৬ হাজার জনপ্রতিনিধির জন্য মঙ্গল হবে: জাহাঙ্গীর

আদালত প্রতিবেদক

জুন ১৯, ২০২৩, ১২:০২ এএম

হাইকোর্টের এই রায় ৬৬ হাজার জনপ্রতিনিধির জন্য মঙ্গল হবে: জাহাঙ্গীর

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার একটি চিঠির মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে যে সাময়িক বরখাস্ত করেছিল সেই প্রক্রিয়া  আইনানুগ ছিল না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রবিবার এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এই রায়ের পরই আদালত চত্ত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর বলেন, “যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা যে মিথ্যাচার করেছে, তা গাজীপুর ও দেশবাসী আজকে জানতে পারল। শুধু তাই নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৬৬ হাজার জনপ্রতিনিধি আছে, তাদের জন্য ভবিষ্যতে মঙ্গল হবে। হঠাৎ করে কোনো কিছু করলে যে অনিয়ম হয়, এটিই তা প্রমাণিত হলো । আমাকে যেন কেউ ভুল না বুঝে । আমি সত্যের জন্য লড়েছি ।”   

অপর এক প্রশ্নের জবাবে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক এই মেয়র বলেন, “ প্রায় ২০ মাস আগে একটি চিঠি দিয়ে স্থানীয় সরকার সাময়িক বরখাস্ত করার পরিপ্রেক্ষিতে আমি হাইকোর্টে রিট করি। শুনানি শেষে আজ (রবিবার) জানতে পারলাম আমাকে যে বরখাস্ত করেছিল, সেটি আইনানুগ ছিল না। সেটি অবৈধ ছিল। যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আদালতের কিছু করার নেই।“

এসময় তিনি বলেন, “আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে, তবু সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট।”

প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ আগস্ট গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হন জাহাঙ্গীর আলম। ওইসময় জাহাঙ্গীর আলম পদ ফিরে পেতে হাইকোর্টে রিট করেছিলেন। রিটে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়। জাহাঙ্গীরের পক্ষে ওই রিট করেন ব্যারিস্টার মশিউর রহমান সবুজ।

Link copied!