‘ডোনাল্ড লু’র সাথে বিএনপির কেন বৈঠক হয়নি,তা যুক্তরাষ্ট্রকেই জিজ্ঞাসা করুন’

কূটনৈতিক প্রতিবেদক

জানুয়ারি ১৮, ২০২৩, ০৩:৫৯ এএম

‘ডোনাল্ড লু’র সাথে বিএনপির কেন বৈঠক হয়নি,তা যুক্তরাষ্ট্রকেই জিজ্ঞাসা করুন’

ঢাকা সফরে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ‍ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনল্ড লু কেন বিএনপির সাথে বৈঠক করেননি সাংবাদিকদের সেবিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস বা সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, কেন ডোলান্ড লু ঢাকা সফরের সময় বিএনপির সঙ্গে বৈঠক করেননি? এর জবাবে তিনি বলেন, “ওটা ওদের (যুক্তরাষ্ট্র) জিজ্ঞেস করুন। আমাকে জিজ্ঞেস করছেন কেন?”

ডোনাল্ড লু’র ঢাকা সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তিনি এসেছেন আমাদের দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে। তবে আমাদের কিছু কিছু দুর্বলতা আছে। তিনিও স্বীকার করেছেন, আমেরিকায় কিছু বিষয়ের ক্ষেত্রে তাদেরও সেম (একই)। সে কারণে আমরা সেম লেভেলে আছি। এসব নিয়ে খুব পজিটিভ আলোচনা হয়েছে।”

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা ফলপ্রসু হয়েছে জানিয়ে ড. মোমেন বলেন, “আলোচনায় তারা হ্যাপি। আমরাও হ্যাপি। আর প্রেসিডেন্ট জো বাইডেন চাইছেন, আগামী ৫০ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক যেন উন্নত হয়। আমরাও তা চাই।”

র‌্যাব প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে। তবে র‍্যাব এখন অনেক ম্যাচিউরড। প্রথমদিকে যাই হোক না কেন, র‍্যাবের মধ্যে এখন জবাবদিহিতা তৈরি হয়েছে।”

আমেরিকার ভ্যালু ও প্রিন্সিপাল আমাদের সঙ্গে তো এক-উল্লেখ করে ড. মোমেন আরও বলেন, “তারা গণতন্ত্র চায়, আমরাও চাই। আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। তারা মানবাধিকার চায়, আমরাও চাই। কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় হয়। এ ব্যাপারে আমরা বলেছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের বলবেন।

প্রসঙ্গত, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গত ১৪ জানুয়ারি দুই দিনের সফরে ঢাকায় আসেন। ওইদিন বিমানবন্দর থেকে নেমে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে সাথে নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক করেন। পরে মার্কিন মন্ত্রীকে নৈশভোজ করান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন। 

১৫ জানুয়ারি রাতে ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডোনাল্ড লু। দুদিনের সফরে ডোনাল্ড লু বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেও বিএনপির সঙ্গে কোনো বৈঠক হয়নি তার।

তবে কূটনৈতিক ও বিএনপি’র একটি সূত্র জানায়, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের জন্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছিল। বিএনপি চাইছিল যেভাবে হোক লু’র সঙ্গে বিএনপির একটি বৈঠক হোক। তবে শেষ পর্যন্ত লুর সঙ্গে বিএনপির বৈঠক হয়নি।

Link copied!