‘ধর্ম অবমাননা’র মামলায় প্রীতম দাশ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২২, ০৪:৪৬ এএম

‘ধর্ম অবমাননা’র মামলায় প্রীতম দাশ গ্রেপ্তার

ধর্ম অবমাননা’র অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক কমিটির সদস্য প্রীতম দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল থেকে প্রীতমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি (পরিদর্শক-তদন্ত) হুমায়ুন কবির।

জানা গেছে, সম্প্রতি প্রীতম দাশ তার ফেসবুকে ধর্ম ইসলাম, জুমার নামাজ, মুসল্লি, আজান ও ইমামদের নিয়ে কটূক্তি করেন। বিষয়টি ধর্মপ্রাণ মসুল্লিদের দৃষ্টিগোচর হয়। পরে শ্রীমঙ্গল শহরে মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতীমের দাশের বিরুদ্ধে  ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে আইনের আওতায় আনার দাবি জানান শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবেদ হোসেন। পরে গত ৪ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন স্থানীয় ছাত্রলীগ কর্মী মাহবুব আলম ভুঁইয়া। 

ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া কটূক্তি ভাইরাল হলে গত ৩১ আগস্ট প্রীতম দাশকে গ্রেপ্তারের দাবিতে শ্রীমঙ্গল উপজেলায় বিক্ষোভ মিছিল হয়। এরপর প্রীতম আত্মগোপনে ছিলেন।

Link copied!