উপহারের গাড়ি আনতে পথে জরিমানা দিলেন হিরো আলম

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৫:৫১ পিএম

উপহারের গাড়ি আনতে পথে জরিমানা দিলেন হিরো আলম

নানা জল্পনা-কল্পনা শেষে হবিগঞ্জের চুনারুঘাটে এসে উপহারের গাড়ি নিয়ে গেলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে গাড়ি নিতে ঢাকা থেকে হবিগঞ্জ আসার পথে মামলা খেলেন তিনি।

স্থানীয় ও হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চুনারুঘাট যাওয়ার সময় পথিমধ্যে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে পুলিশ হিরো আলমের গাড়ি আটকে আড়াই হাজার টাকা জরিমানা আদায় করে পুলিশ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, হিরো আলমকে বহন করা গাড়িটি দ্রুতগতিতে থাকার কারণে এ জরিমানা করা হয়।

এদিকে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার নরপতি গ্রামে এসে প্রিন্সিপাল এম মখলিছুর রহমানের কাছ থেকে গাড়ির কাগজপত্র ও চাবি গ্রহণ করেন হিরো আলম। এসময় তিনি জানান, উপহারের গাড়িটি দরিদ্ররোগী ও লাশ পরিবহনের জন্য ব্যবহৃত হবে।

 হিরো আলম বলেন, “সিলেটের মানুষ কথা দিলে কথা রাখে এর প্রমাণ আজ মখলিছুর রহমান দিলেন। ভালোবাসতে গেলে একটা মন লাগে। করোর টাকা আছে, মন নেই। আবার করো মন আছে, টাকা নেই। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, মখলিছুর রহমান গাড়ি উপহার দেবেন। অনেকে তার লাইভ দেখে গালিগালাজও করেছেন। দেশ-বিদেশ অনেকে আমাকে বলেছেন ভালোবেসে কেউ কোনোকিছু উপহার দিলে নিতে হয়। তাই এ ভালোবাসার জিনিসটা ভালো কাজে ব্যবহার করা হবে।”

হিরো আলম বলেন, “ভালবাসার উপহার গাড়ি গ্রহণ করলাম। কিন্তু আমার গাড়ি আছে। কিন্তু এখানে এসেছি ভালবাসার টানে। এই ভালবাসার উপহার আমি গ্রহণ করেছি। তবে গাড়িটি দরিদ্ররোগী ও লাশ পরিবহনের জন্য ব্যবহৃত হবে।”

 

এসময় প্রিন্সিপাল এম মখলিছুর রহমান গণমাধ্যমকে বলেন, “হিরো আলম বাংলার বাঘ। বগুড়ায় দুটি আসনে নির্বাচনের সময় ফেসবুকে আমার ভাই এই বাংলার নায়ক হিরো আলমকে সিলেটবাসীর পক্ষ থেকে ছোট্ট উপহার হিসেবে ফেসবুকে নোয়া গাড়িটি উপহার দেয়ার উপহারের জন্য ঘোষণা দেই। এরপর মিডিয়ায় আমাকে গালিগালাজসহ নানা ধরণের ঠাট্টা-বিদ্রুপ করা হয়। আজ হিরো আলম এসে সবকিছুর জবাব দিয়েছেন।”

Link copied!