শুধু মানুষের না, কাজ করতে আলসেমি লাগে পশুদেরও। কাজ করতে করতে হাঁপিয়ে উঠে পশুরাও একসময় ভাবে 'যথেষ্ট হয়েছে, আর পারছিনা বাপু'। এরপর কাজে ফাঁকি দিতে অভিনয়ের পথ বেছে নিতেও পিছপা হয় না তারা!
তেমনি একটি ঘটনা আবারও সাড়া ফেলেছে। জিম রোজ নামের এক ব্যক্তি টুইটারে ঘোড়াটির শুয়ে থাকার একটি ছবি দিয়েছেন। তিনি লিখেছেন, কাজ করতে মন না চাইলে মাটিতে শুয়ে ঘুমের ভান করে সুগার।
জিম রোজের টুইটে দেখা যায়, ঘোড়াটি ঘাসের ওপর পা ছড়িয়ে শুয়ে রয়েছে, মনে হচ্ছে যেন গভীর ঘুমে আচ্ছন্ন। ওই পোস্টে জিম লেখেন, ‘সুগারকে চিনে নিন। সে কাউকে পিঠে চড়াতে পছন্দ করে না। কেউ যদি সুগারের কাছে চড়ার জন্য আসে, সে শুয়ে ঘুমের ভান করে। কাছ থেকে চলে না যাওয়া পর্যন্ত চোখ খোলে না।’
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণী বিশেষজ্ঞ সুসান হ্যাজেল। তাঁর ভাষ্য, গভীর ঘুমের সময় সচরাচর ঘোড়াকে শুয়ে থাকতেই দেখা যায়।
টুইটারে শেয়ারের পর জিম রোজের পোস্ট ব্যাপক সাড়া ফেলেছে। সেটিতে লাইক এসেছে ৪ লাখ ৭৬ হাজারের বেশি। রিটুইট হয়েছে ৪১ হাজার বার। টুইটার ব্যবহারকারীরা বলছেন, সুগারের কর্মকাণ্ডে তাঁরা কাজে ফাঁকি দেওয়ার উদ্দীপনা পাচ্ছেন।
ঘোড়াটি কোন দেশের, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জিম রোজের টুইটার প্রোফাইলে উল্লেখ রয়েছে, তিনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে বসবাস করেন।