এক মডেলের চুল ভুল ভাবে কেটে ফেলায়, ওই মডেলের অভিযোগের ভিত্তিতে সেলুনটির বিরুদ্ধে ২ কোটি রূপি জরিমানার রায় দিয়েছে ভারতের ভোক্তা অধিকার সংরক্ষণ আদালত।
চুল ভুলভাবে কাটার কারণে অভিযোগ তোলেন ওই মডেল। তার অভিযোগের ভিত্তিতে ভারতের ভোক্তা অধিকার সংরক্ষণ আদালত ওই সেলুনকে জরিমানা দেওয়ার নির্দেশনা দিয়েছে। আদালত জানায়, আগামী আট সপ্তাহের মধ্যে জরিমানা পরিশোধ করতে হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে একটি হোটেলের সেলুনে চুল কাটতে যান ওই মডেল। পরে তিনি অভিযোগ করেন, তিনি যেভাবে চুল কাঁটার নির্দেশনা দিয়েছেন, চুল সেভাবে কাটা হয়নি। তিনি নির্দেশনা দিয়েছিলেন মাত্র ৪ ইঞ্চি ছোট করার জন্য। কিন্তু হেয়ার ড্রেসার অনেক ছোট করে ফেলেন তার চুল।
ন্যাশনাল কনজ্যুমার ডিসপুটস্ রেড্রেসেল কমিশন এই প্রসঙ্গে জানায়, ওই মডেল চুলের বিভিন্ন বিজ্ঞাপণ করেন। চুল নষ্ট হওয়ায় তার কাজ পেতেও বিভিন্ন সমস্যা হয়েছে।
সূত্র: বিবিসি, হিন্দুস্তান টাইমস।