বাংলাদেশী দইয়ে মুগ্ধ জার্মান রাষ্ট্রদূত, ১০ সেকেন্ডে সাবাড় এক হাড়ি দই

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২১, ০৭:৩৩ পিএম

বাংলাদেশী দইয়ে মুগ্ধ জার্মান রাষ্ট্রদূত, ১০ সেকেন্ডে সাবাড় এক হাড়ি দই

সৈয়দ মুজতবা আলীর সৃষ্ট চরিত্র ঝান্ডুদা মারফত বাংলার রসগোল্লা ইউরোপের পারী অর্থাৎ প্যারিস নগরীতে পৌঁছে গিয়েছিল। বিমানবন্দরের চুঙ্গিঘর তথা কাস্টমস হাউজে উপস্থিত সবাই একটা করে রসগোল্লা খাওয়ার পর রসগোল্লার টিন ভোঁ ভোঁ করে এর হাত, ওর হাত ঘুরে নিমেষেই খালি। বাঙালির রসগোল্লার ইউরোপীয়দের মন অনেক আগেই কেড়েছে। এবার বাংলার দইয়ের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।

এই সেই দইয়ের হাড়ি যা জার্মান রাষ্ট্রদূত সাবাড় করেছিলেন মাত্র ১০ সেকেন্ডে।

মাসখানেক আগেই জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকায় এসেছেন। এরই মাঝে কেউ তাকে ঢাকার মিষ্টি দই খাইয়ে মন জয় করে নিয়েছেন। বাঙালির তৈরি দই তার এতই মনে ধরেছে যে, মাত্র ১০ সেকেন্ডেই এক হাড়ি মিষ্টি দই সাবড়ে দিয়েছেন।

রাষ্ট্রদূত ট্র্যোস্টার নিজেই হাড়িভর্তি লোভনীয় দইয়ের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘ঢাকায় মোটা হওয়া থেকে বিরিত থাকার কোন সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়ালো। কি সুস্বাদু!!’

জার্মান রাষ্ট্রদূত আাখিম ট্র্যোস্টারের সেই টুইট।

প্রথম টুইটের কিছুক্ষণ পরই দইশূন্য খালি হাড়ির আরেকটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘১০ সেকেন্ড পর’।

এদিকে, সম্প্রতি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাখরখানিতে মুগ্ধ হয়েছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। তিনিও তার বাখরখানি খাওয়ার ছবিও শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

Link copied!