ভোটে বাধা দিলে হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি

জাতীয় ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৪, ০৭:২৪ এএম

ভোটে বাধা দিলে হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি

মাদারীপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

ভোটে বাধা দিলে হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান। তিনি বলেন, “কোনো মায়ের সন্তান ভোটের দিন ব্যালট পেপারে অন্যায়ভাবে হাত দিলে সেই হাত কিন্তু ভেঙে দেওয়া হবে।”

সোমবার (২৯ এপ্রিল) বিকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন তিনি।

মাদারীপুরের জেলা প্রশাসক বলেন, “প্রয়োজনে বদলি হবো। কিন্তু নির্বাচন হবে অবাধ। ভোটের দিন পুরো মাদারীপুর নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সুষ্ঠু ভোটে কেউ বাধা দিলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো, ইনশাআল্লাহ। সুষ্ঠু ভোটের ক্ষেত্রে যা যা করা দরকার, জেলা ও পুলিশ প্রশাসন সব ব্যবস্থা নেবে।”

Link copied!