দুই দিনে দেশে ১৬০০ টন পেঁয়াজ আসবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

অর্থ-বাণিজ্য ডেস্ক

মার্চ ২৩, ২০২৪, ০৬:০৯ পিএম

দুই দিনে দেশে ১৬০০ টন পেঁয়াজ আসবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথম ধাপে আগামী দুদিনের মধ্যে ১৬০০ মেট্রিক টন পেঁয়াজ দেশে আসবে।’

শুল্ক অর্ধেক নেওয়ায় দেশে পেঁয়াজের দাম অনেক কমবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, আমদানির খবরে বাজারে সত্যিই কমেছে পেঁয়াজের দাম।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির প্রক্রিয়া চলছে। চাহিদা ও সরবরাহের ভিত্তিতে পর্যায়ক্রমে এসব পেঁয়াজ আমদানি করা হবে। আগামী দুদিনের মধ্যে ১৬০০ টন দেশে আসবে।’

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘শুল্ক কমানো হয়েছে, যা আগে ৮০০ ছিল, এখন ৪০০ টাকা। চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে বাকি পেঁয়াজও দেশে আনা হবে।’

এদিকে আমদানির কথায় প্রভাব পড়েছে দেশের পেঁয়াজের বাজারে। খুচরা পর্যায়ে কেজিতে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত কমেছে বলে জানান বিক্রেতা ও ক্রেতারা।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর হঠাৎ করেই ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় ভারত। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকে। তখন দেশে ভারতীয় পেঁয়াজ কেজিতে ১৬০ ও দেশি পেঁয়াজ  ১৮০ টাকায় বিক্রি হতে থাকে। তবে আজ শনিবার আবার হঠাৎ করেই ভারত অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি স্থগিত করেছে।

Link copied!