৩০ জানুয়ারি আওয়ামী লীগের লাল-সবুজ পতাকা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৪, ০৮:১৪ পিএম

৩০ জানুয়ারি আওয়ামী লীগের লাল-সবুজ পতাকা সমাবেশ

সংগৃহীত ছবি

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিন ৩০ জানুয়ারিতে বিএনপির দেশব্যাপী কালো পতাকা মিছিলের ঘোষণার পর দেশব্যাপী লাল-সবুজ পতাকার সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

ওই দিন ঢাকাসহ দেশের সব শহর, জেলা ও থানায় ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করবে দলটি।

শনিবার রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেন, ‘আমরা সতর্ক থাকব। কোনো অপশক্তিকে রেহাই দেওয়া হবে না। সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবো।’

এ সময় ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের খেলা শেষ, এখন খেলা রাজনীতির। ৩০ তারিখ আবার কালো পতাকা মিছিল। সে দিন আপনারা লাল-সবুজের পতাকা নিয়ে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন সমাবেশ করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোথায় অক্টোবরের ২৮ তারিখ? সময় ঠিক এরকম। কোথায় ছিলেন এতদিন গয়েশ্বর? বলেছিলেন, অলিগলি খুঁজে পাব না, কে পালিয়েছে? অলিগলি খুঁজে পাননি। এক দোকানে গিয়ে বলছেন, আওয়ামী লীগের গুন্ডারা আমাকে খুঁজছে। সেই দোকানদার বলে আমিও আওয়ামী লীগ। যাবে কোথায়? দেখতে দেখতে ১৫ বছর। সামনে আরও ৫ বছর। মানুষ বাঁচে কয় বছর? কবে হবে আন্দোলন? রোজার আগে না রোজার পর?

ওবায়দুল কাদের আরও বলেন, তারা আবার মাঠে নেমেছে। আন্দোলন করে তারা ভুয়া হয়ে গেছে। এই আন্দোলনে পাবলিক সাড়া দেয় না। অবরোধ ডাকে কেউ শুনে না, হরতালে রাস্তায় যানজট। বিএনপির অবরোধ, হরতাল ভুয়া। বিএনপি মানেই হচ্ছে ভুয়া।

Link copied!