মার্চ ৫, ২০২৪, ০১:৫৯ পিএম
ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ছবি: সংগৃহীত
সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে দেওয়া বক্তব্য বিকৃত করে গুজব রটানোর চেষ্টার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘আমার বক্তব্যকে বিকৃত করে গুজব রটানো হচ্ছে। সেই গুজব রটিয়ে কওমি মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক বা অভিভাবকদের মধ্যে একধরনের উত্তেজনা সৃষ্টির একটি নোংরা অপচেষ্টা একটি রাজনৈতিক দল করছে।’
মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মহিবুল হাসান চৌধুরী এসব কথা বলেন। এর আগে গত রোববার ডিসি সম্মেলনে আলোচনা প্রসঙ্গে মাদ্রাসা শিক্ষার বিষয়েও কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী।
ডিসি সম্মেলনে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার মতো কোনো কথা বলা হয়নি উল্লেখ করে মহিবুল হাসান বলেন, ‘তারা এই অপরাজনীতি করার প্রাক্কালে আরও অনেক মানহানিকর এবং অত্যন্ত আপত্তিকর কথা বলেছে। এর মধ্যে একটি দল বলেছে, আমি ইসকন নামের একটি প্রতিষ্ঠানের সদস্য এবং ইসকনের সদস্য হয়ে ভিন্ন সংস্কৃতি শিক্ষাক্রমে ঢোকানোর অপচেষ্টায় লিপ্ত আছি। এ পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য হচ্ছে, এটি একেবারেই আপত্তিকর, মানহানিকর ও ষড়যন্ত্রমূলক মন্তব্য। আমি ইসকনের সদস্য কেন হতে যাবো?’
ব্রিফিংয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা বারবার বলছি, কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, অবশ্যই থাকবে। কারণ, আমরা আইন দ্বারা সেই কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের সম্মান দিয়েছেন। সেই মর্যাদাকে আমরা অক্ষুণ্ন রেখেছি। আইন দ্বারা স্বীকৃত সেই মর্যাদা। কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু সেখানকার শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, তারা যাতে কর্মসংস্থান পায়, সেসব বিষয় নিশ্চিত করার জন্য এই কর্তৃপক্ষের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাইছি।’