দ্বাদশ জাতীয় সংসদ

প্রার্থিতা ধরে রাখার বিড়ম্বনায় পড়া আব্দুস সালাম এখন পরিকল্পনামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৪, ১১:০৮ এএম

প্রার্থিতা ধরে রাখার বিড়ম্বনায় পড়া আব্দুস সালাম এখন পরিকল্পনামন্ত্রী

মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের জন্য গঠিত মন্ত্রিসভায় পরিকল্পনা   মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন  ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। এই মন্ত্রণালয়ে দীর্ঘ ১০ বছর পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এম এ মান্নান।

১৯৯৬ সালে প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন  আব্দুস সালাম। ২০০১ সালে দলের প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। ২০০৮ সালে আবারও দলের মনোনয়নে নির্বাচন করে বিজয়ী হন। এরপরের দুই সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি। এবার দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আবার মনোনয়ন পান।

এবারের নির্বাচনে আবদুস সালাম নৌকা প্রতীকে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান ঈগল প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ১০০ ভোট। আনোয়ারুল আবেদীন খান ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পাওয়া আব্দুস সালাম সেনাবাহিনীর চাকরি শেষে ব্রাজিলের রাষ্ট্রদূত হয়েছিলেন।

Link copied!