জুলাই ৮, ২০২৪, ০৯:২৮ পিএম
বিগত ১২ বছরে অনুষ্ঠিত বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) আয়োজন করা বিসিএস পরীক্ষাসহ অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তারের পর পরই সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনিটটির জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে (ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ) অব্যাহতি দেওয়া হলো।
বেসরকারি টেলিভিশন চ্যানেল-২৪’র অনুসন্ধানে গতকাল রোববার গোমর ফাঁস হয় প্রশ্ন ফাঁসের ঘটনা। গত ১২ বছরে বিসিএস পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে।
প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলীর তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। তাদের বিভিন্নজনের দেওয়া তথ্য অনুযায়ী ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ছাত্রলীগ নেতা। বিদেশে পড়াশুনা করছেন তিনি। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। ঢাকার ভেতর তার দুটি বহুতল ভবন, মাদারীপুরে আলিশান বাড়ি থাকার চাঞ্চল্যকর তথ্যও সামনে আসছে।
সিআইডি সূত্র জানায়, তাদের গ্রেপ্তার হওয়া ১৭ জনের একজন সিয়াম। বাবা আবেদ আলীও সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন।