জিরো পয়েন্টে আ. লীগের সমাবেশ: নেতাকর্মীদের ৮ দফা নির্দেশনা

ইউএনবি

নভেম্বর ১০, ২০২৪, ০৯:১২ এএম

জিরো পয়েন্টে আ. লীগের সমাবেশ: নেতাকর্মীদের ৮ দফা নির্দেশনা

প্রতীকী ছবি

 ঢাকার গুলিস্তানে অনুষ্ঠেয় শহীদ নূর হোসেন দিবসের কর্মসূচিকে সামনে রেখে দলীয় কর্মীদের জন্য আট দফা নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।

গণআন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়া দলটি রোববার সকালে তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এসব নির্দেশনা শেয়ার করে।

কর্মীদের কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে পালন করতে এবং কোনো ধরনের নাশকতার ফাঁদে পা না দিতে আহ্বান জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, ‘আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি, আমরা কোনো রকম নাশকতার ফাঁদে পা দেব না। কাউকে পুলিশ বা র‍্যাব বা সেনাবাহিনী আটক করতে গেলেই সমস্বরে জয় বাংলা স্লোগান দেবেন, আশেপাশের সবাই তাকে উদ্ধারের জন্য চলে যাবেন।’

আরও পড়ুন: ছাত্রলীগের বিবৃতি প্রচারও নিষিদ্ধ

মোবাইল ব্যবহার প্রসঙ্গে নির্দেশনায় বলা হয়, ‘কোনো অবস্থাতেই নিজের মোবাইলে কোনো তথ্য রাখবেন না।  পরিচিত সহযোদ্ধাদের নাম ভিন্ন নামে মোবাইলে সেইভ করে রাখবেন।   সবাই সবার সঙ্গে যোগাযোগ রাখবেন এবং কোড ওয়ার্ডে কথা বলবেন।’

জিরো পয়েন্টে আসার বিষয়ে বলা হয়, ‘যেখানে জমায়েত হওয়ার কথা ছোট ছোট গ্রুপে মুভ করবেন। বাধা এলে পুলিশকে স্মরণ করিয়ে দেবেন তারা কাদের পক্ষ নিচ্ছে! যারা তাদের রাস্তায় ঝুলিয়ে মেরেছে?’

নির্দেশনায় আরও বলা হয়, ‘সেনাবাহিনীর সাথে কোনো তর্ক-বিতর্কে যাবেন না, তারা মিছিল মিটিং এ বাধা দেবে না।’

Link copied!