সব নির্বাচন জন-অংশগ্রহণমূলক হবে: হুইপ স্বপন

জাতীয় ডেস্ক

মার্চ ৯, ২০২৪, ০৯:৪৭ পিএম

সব নির্বাচন জন-অংশগ্রহণমূলক হবে: হুইপ স্বপন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ প্রজাতন্ত্রের সংবিধানের ৭ এর (১) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ শুধু এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। তাই শুধু জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের অভিপ্রায় অনুযায়ী আইন-বিধির সীমাবদ্ধতার আওতায় জাতীয় সরকার ও স্থানীয় সরকার পরিচালনা করবে।’

শনিবার (৯ মার্চ) নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই, আক্কেলপুর ও  ক্ষেতলালে অনুষ্ঠিত তিনটি পৃথক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হুইপ স্বপন বলেন, ‘জনগণের মালিকানা ও সর্বময় কতৃত্ব সর্বদা নিরঙ্কুশ রাখতে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ, সুন্দর ও জন-অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। বাংলাদেশে ভবিষ্যতে সব নির্বাচন, সুন্দর, স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ ও জন-অংশগ্রহণমূলক হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে কালো টাকা, পেশীশক্তির ব্যবহার বন্ধ করতে সব ছিদ্র বন্ধ করা হবে। এজন্য নির্বাচন কমিশন, অংশীজন, সিভিল সোসাইটি, সরকার ও সংসদ অভিন্ন উদ্দেশ্যে কাজ করবে।’

হুইপ বলেন, ‘পশ্চিমাদের কূটনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত হস্তক্ষেপ নির্বাচন বিষয়ে বারবার বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করছে। আমরা কোন ক্ষেত্রেই বাংলাদেশের ভাবমূর্তি নেতিবাচক রাখতে চাই না।’

তিনি বলেন, ‘নির্বাচনে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ করা না করা ওই রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে প্রতিটি নির্বাচন অর্থবহ ও প্রশ্নোত্তর করতে সব উদ্যোগ নেওয়া হবে। জনগণের ভোটাধিকার সমুন্নত রেখে ষড়যন্ত্রকারীদের সব অপতৎপরতা অর্থহীন করে তোলা হবে।’

কালাই উপজেলা পরিষদ অডিটোরিয়াম, আক্কেলপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এসব মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মাহফুজা সুলতানা মলি এমপি, মিনফুজুর রহমান মিলন, অধ্যক্ষ মোকছেদ আলী, আব্দুল মজিদ মোল্লা, ফজলুর রহমান, তৌফিকুল তালুকদার বেলাল, আলহাজ্ব  মোকছেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তালুকদার, মেয়র সিরাজুল ইসলাম, মেয়র শহীদুল আলম, মেয়র রাবেয়া সুলতানা, সিরাজুল ইসলাম বুলু, মোস্তাকিম মণ্ডল, আলহাজ্ব দুলাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমানসহ আরও অনেকে।

Link copied!