সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০২:০৯ পিএম
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ শেষ হওয়ার পর বাংলাদেশের প্রতিনিধি দল হলরুমে প্রবেশ করে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
শনিবার (২৭ সেপ্টেম্বর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি লিখেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বাংলাদেশি প্রতিনিধিদের প্রবেশ নিয়ে বিভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা।’
তিনি আরও জানান, নিউইয়র্ক সময় শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার দুটি পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। প্রথমটি সকাল ৯টায় হোটেলে বিভিন্ন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, নিজামী গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। দ্বিতীয়টি সকাল সাড়ে ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক।
কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল সাধারণ পরিষদের হলরুমে প্রবেশ করলে তখন বক্তব্য দিচ্ছিলেন সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গনজালভেস। এর আগে ইসরায়েল, পাকিস্তান ও চীনের প্রধানমন্ত্রীরা তাদের বক্তব্য শেষ করেছিলেন।