মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রলীগের নেতা বহিষ্কার

জাতীয় ডেস্ক

জুলাই ১০, ২০২৪, ০৫:১৫ পিএম

মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রলীগের নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল চুরির অভিযোগে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম মোল্লাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) রাতে শিবচর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজিব ঢালী ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাদ্দাম মোল্লা উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কান্দি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালিয়ে শিবচর উপজেলার শরীফকান্দি এলাকা থেকে ইয়ামাহা ব্র্যান্ডের একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় সাইমুন হাওলাদার নামের একজনকে আটক করা হয়।

আটক সাইমুন হাওলাদার জানায়, মোটরসাইকেলটি সাদ্দাম মোল্লা ও মাসুম মুন্সী তার কাছে রেখেছে বিক্রির জন্য। পরে সাইমুনের বিবরণ ও তথ্য-প্রমাণ অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার এসআই আবুল কাশেম বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা করেন। মামলার তদন্তের দায়িত্বভার জেলা গোয়েন্দা শাখার এসআই এস এ এম ফরহাদ রাহী মীরের ওপর দেওয়া হলে তিনি ঘটনা তদন্ত করে গত ২৯ জুন আদালতে চার্জশিট জমা দেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর বলেন, “সংগঠনের নীতি-আর্দশ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাদ্দাম মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কলেজ ছাত্রলীগের সহসভাপতি মো. জিহাদ খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।”

Link copied!