১৭ বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন আল মামুন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২৪, ১০:৪৫ পিএম

১৭ বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন আল মামুন

ছবি: সংগৃহীত

১৭ বছর পর বিএনপি নেতা গিয়াস উদ্দিন আল মামুন কারামুক্ত হয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) রাত নয়টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুর্নীতির মামলায় কারাগারে থাকা গিয়াসউদ্দিন আল মামুনের জামিন মঞ্জুর করেন।

গত ২০২২ সালের ২১ জুন ২১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সুভাষ চন্দ্র দত্ত মঙ্গলবার সমন্বিত কার্যালয় ঢাকা-১ এই মামলা করেন।

২০০৭ সালের ৩০ জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন গিয়াস উদ্দিন আল মামুন। এরপর থেকে কারাগারেই আছেন তিনি। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, মানি লন্ডারিং, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টিরও বেশি মামলা হয়।

Link copied!