গণতন্ত্র-ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ: মঈন খান

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৪, ২০২৪, ০৭:৪১ এএম

গণতন্ত্র-ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ: মঈন খান

ড.আব্দুল মঈন খান।

দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও ভোটাধিকার  ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান।

তিনি বলেন, বিএনপির প্রত্যাশা– হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতির অবসান হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে চায় বিএনপি।

বুধবার আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে বিএনপি নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে  এই প্রত্যাশার কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণকে কষ্ট দিয়ে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। আজকে সরকার জনগণের সকল মৌলিক অধিকার হরণ করেছে। আমাদের আন্দোলন জনগণের অধিকার ফিরিয়ে আনা। এ লক্ষ্যে বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে।

এর আগে সকালে কোকো’র বনানীস্থ কবর জিয়ারত করেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ওলামাদলের আহ্বায়ক মাওলানা নেসারুল হক প্রমুখ।

Link copied!