শিশুর আঙুল চোষার অভ্যাস দূর করবেন যেভাবে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৭, ২০২৪, ১০:৩৪ এএম

শিশুর আঙুল চোষার অভ্যাস দূর করবেন যেভাবে

প্রতীকী ছবি

ছোট বেলায় বেশিরভাগ শিশুরই আঙুল চোষার অভ্যাস থাকে। একটি নির্দিষ্ট সময় পর অনেক শিশুই এই অভ্যাস থেকে বেরিয়ে আসে। তবে অনেকশিশু আবার বয়স বাড়ার পরেও প্রবলভাবে আঙুল চুষতে থাকে।

বিশেষজ্ঞদের মতে, কখনও কখনও আঙুল চোষা শিশুর জন্য কোনেও সমস্যা নয়। যদি শিশু বিক্ষুব্ধ বা উত্তেজিত হয় তাহলে এটা তাকে শান্ত করে। আর যদি একঘেয়েমিজনিত হয়, তাহলে এটা তাকে উদ্দীপ্ত করে।

তবে খিদে পেলেও অনেক বাচ্চা কাঁদে না, বরং আঙুল চোষে বা আঙুল চোষার চেষ্টা করে। মাঝে মাঝে এটা তাদের মায়েদের বোঝানোর উপায় যে তারা ক্ষুধার্ত। এ রকম পরিস্থিতিতে তাকে বুকের দুধ খাওয়ান।

চিকিৎসকরা বলেন, আঙুল চোষার ঘটনায় সবসময়ই যে দাঁত বা মুখের ক্ষতি হয় তা নয়। আঙুলটি কেবল আলতোভাবে মুখের মধ্যে রেখে দিলে সাধারণত কোনও ক্ষতি হয় না। কিন্তু এটি ভেতরে সক্রিয় থাকলে শিশুর প্রথমবার যে দাঁত ওঠে তার ক্ষতি হয়।

যদিও স্থায়ী দাঁত ওঠার পর এই অভ্যাস আর থাকে না। কিন্তু আঙুলটি ভেতরে সক্রিয় থাকলে দাঁতের সারিটি বাঁকা ও চোয়ালের ক্ষতি হয়। তাছাড়া এতে ব্যাকটেরিয়া ও ভাইরাস মুখে প্রবেশ করে পেটের পীড়া বা অন্যান্য রোগ হতে পারে।

যদি আপনার শিশু নিজের ইচ্ছায় আঙুল চোষা বন্ধ না করে মনে রাখবেন থেরাপি দিয়ে কোনও লাভ হবে না। বরং শিশুর চেয়ে আপনি নিজে খেয়াল রাখুন, মুখে আঙুল দিতে দেখলেই সরিয়ে দিন। আসলে, বিষয়টি নির্ভর করবে সন্তানের খারাপ অভ্যাস দূর করতে আপনি নিজে কতটা মনোযোগী।

Link copied!