কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচন ৯ মার্চ

জাতীয় ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৪, ১১:৩৯ এএম

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচন ৯ মার্চ

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আগামী ৯ মার্চ কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

ইসি বলেন, আগামী ৯ মার্চ কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের ভোটগ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহৃত হবে।

এ ছাড়া ওই দিন বেশ কয়েকটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান অশোক কুমার দেবনাথ।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মারা যাওয়ার পর এ পদটি শূন্য হয়। আইন অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হয়। সে অনুযায়ী আগামী ১১ মার্চের মধ্যে উপনির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা ছিল।

অন্যদিকে, ২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশিত হয়। ময়মনসিংহ সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ডে ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। ২০১৯ সালের ৫ মে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা থাকলেও এই সিটির প্রথম ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়। 

Link copied!