দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

৬ জানুয়ারি পর্যবেক্ষকদের সাথে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৩, ০২:৫১ পিএম

৬ জানুয়ারি পর্যবেক্ষকদের সাথে বসবে ইসি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যারা আসবেন তাদের সাথে ৬ জানুয়ারি নির্বাচন কমিশন বৈঠক করবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। 

ব্রিফিং কোথায় হবে জানতে চাইলে তিনি বলেন, এটা অবশ্যই নির্বাচন কমিশনে হওয়ার সম্ভাবনা আছে তবে এখন অবধি নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। 

সভায় বিদেশি সংস্থাদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলাপ আলোচনা হবে বলে জানান তিনি।

বিএনপিকে নিয়ে কোনো আলোচনা হবে কি না প্রশ্ন করলে, তিনি বলেন, বিএনপি নির্বাচনের বাইরে এখন। নির্বাচনে যারা আছেন, নির্বাচনকেন্দ্রিক সব বিষয় নিয়েই আলোচনা সভা হবে।

পর্যবেক্ষকদের সংখ্যা নিয়ে তিনি বলেন, দেশীয় পর্যবেক্ষকের আবেদন পেয়েছি এখন অবধি তেইশ হাজার। তবে বিদেশি পর্যবেক্ষকের আবেদন তিনশর কাছাকাছি আছে। স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো আমরা পুরো তথ্য পাইনি।

Link copied!