আগস্ট ৬, ২০২৪, ০৭:০৩ এএম
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা তার বাড়িতে হামলা চালায়। তবে ওবায়দুল কাদের ওই বাড়িতে না থাকলেও সেখানে থাকতেন তার ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি শেখ হাসিনার পদত্যাগের কথা শুনে সপরিবারে বাড়ি থেকে পালিয়ে যান।
এর আগে, বিকেল ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ ছাড়াও কোম্পানীগঞ্জে প্রায় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযাগের ঘটনা ঘটে।
তবে অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের যেসব নেতাকর্মীদের এতদিন আব্দুল কাদের মির্জা বিভিন্নভাবে কোণঠাসা করে আসছিলেন তারাই এ ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে জানতে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামানের মোবাইল ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।