সরকার এখন ডামি ভোটার সৃষ্টিতে মনোযোগ দিয়েছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৫, ২০২৪, ০৩:১৮ পিএম

সরকার এখন ডামি ভোটার সৃষ্টিতে মনোযোগ দিয়েছে: মঈন খান

শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেন মঈন খান। সংগৃহীত ছবি

সরকার ডামি প্রার্থী ও ডামি দল উৎপাদন করেই ক্ষান্ত হয়নি, এখন তারা নজর দিয়েছে জোরপূর্বক ডামি ভোটার সৃষ্টিতে- এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে তাঁর বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মঈন খান।

৭ জানুয়ারির একতরফা ও ভাগ-বাঁটোয়ারার নির্বাচনকে নিয়ে দেশে-বিদেশে হাস্যরস ও সমালোচনা চলছে। সরকার নিজ দায়িত্বে ও মরিয়া উদ্যোগে প্রতিদিন সেটিকে প্রহসন ও সহিংসতার নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। ডামি প্রার্থী ও ডামি দল উৎপাদন করেই ক্ষান্ত হয়নি, এখন তারা নজর দিয়েছে জোরপূর্বক ডামি ভোটার সৃষ্টিতে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মঈন খান অভিযোগ করেন, সংবিধান লঙ্ঘন করে ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং চাপ দেওয়া হচ্ছে। ভাতার কার্ড ও ভোটার আইডি কার্ড বাতিলের হুমকি দেওয়া হচ্ছে।  

তিনি বলেন, নজিরবিহীনভাবে সরকারি কর্মকর্তাদের পোস্টাল ভোটের ব্যবস্থা করা হচ্ছে। তাই প্রহসনের এ নির্বাচন বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই।  

Link copied!