উত্তরা থেকে হাসানুল হক ইনু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৬, ২০২৪, ১০:৫৬ এএম

উত্তরা থেকে হাসানুল হক ইনু গ্রেপ্তার

হাসানুল হক ইনু। ফাইল ছবি (সংগৃহীত)

সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) তাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) গুলশান জোনের উপ-কমিশনার কাজী জিয়াউদ্দিন। তিনি বলেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। এর আগে ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও গ্রেপ্তার হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তার বিরুদ্ধে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় অর্ধশতাধিক মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলার সংখ্যাই বেশি। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি।

Link copied!