মন্ত্রীসভা থেকে বাদ হেভিওয়েট প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২৪, ১০:৩৬ পিএম

মন্ত্রীসভা থেকে বাদ হেভিওয়েট প্রার্থী

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন একাদশ সংসদের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ বেশ কয়েকজন হেভিওয়েট ও আলোচিত ব্যক্তি। সেই সাথে ভোটের মাঠে হেরে ও দলীয় মনোনয়ন না পেয়েও সরাসরি মন্ত্রিত্ব পাওয়ার সুযোগ হারান অনেকে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মন্ত্রীসভা থেকে বাদ পড়লেন যারা-

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক টাঙ্গাইল-১ আসনে নির্বাচিত হলেও বাদ পড়েছেন মন্ত্রীসভা থেকে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পাশাপাশি বেশ কিছু পণ্যের হঠাৎ সংকটের কারণে সমালোচিত ছিলেন তিনি। 

অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা ১০ থেকে নির্বাচিত হলেও বাদ পড়েছেন নতুন মন্ত্রীসভায়। অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির কারণে তিনিও ছিলেন সমালোচনায়। 

বাদ পড়ার মন্ত্রীর মধ্যে আরও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন। যিনি সিলেট-১ আসন থেকে নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের স্যাংশনসহ বেশ কিছু ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ ছিল। 

বাদ পড়ার মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক মানিকগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। হাসপাতালের জমি নিজের আত্মীয়দের কাছ থেকে বাড়তি দামে কেনাসহ নানা বিতর্কে ছিলেন তিনিও।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রংপুর-৪ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তবে তিনি বাদ পড়েছেন নতুন মন্ত্রীসভা থেকে। বছরজুড়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বাজার মনিটরিং না করার পাশাপাশি বেশ কিছু বিতর্কে ছিলেন টিপু মুনশি। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত হলেও নতুন মন্ত্রীসভা থেকে বাদ পড়েন তিনি। বয়স বেশি হওয়ার কারণে তাকে বাদ দেয়া হয়েছে বলে আলোচনা রয়েছে। 

এদিকে আরও বাদ পড়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বাদ পড়েছেন নতুন মন্ত্রীসভা থেকে। 

শুধু মন্ত্রী নয় নতুন মন্ত্রীসভায় বাদ পড়েছেন অনেক আলোচিত প্রতিমন্ত্রীও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বাদ পড়ার পাশাপাশি প্রতিমন্ত্রীও বাদ পড়েছেন।  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রাজশাহী-৫ আসন থেকে নির্বাচিত হন। তবে তিনি পাননি নতুন মন্ত্রীসভায় কোনো দায়িত্ব। যুক্তরাষ্ট্রের স্যাংশনসহ বেশ কিছু ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ ছিল।

এদিকে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ঢাকা-১৫ আসন থেকে নির্বাচিত হলেও নতুন মন্ত্রীসভায় পাননি কোনো দায়িত্ব। দায়িত্ব থাকাকালীন অন্যান্য মন্ত্রীদের নিয়ে নেতিবাচক মন্তব্যে আলোচিত ছিলেন তিনি। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা বাদ পড়েছেন।

এদিকে উপমন্ত্রীর দায়িত্ব থাকলেও নতুন মন্ত্রীসভা থেকে বাদ পড়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম

এছাড়া বর্তমান প্রতিমন্ত্রী এনামুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী নির্বাচনে হেরে গিয়ে সংসদে আসতে পারেননি। 

এছাড়াও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়েন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পদত্যাগ করা তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এবার মন্ত্রিসভায় থাকার সুযোগ পাননি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।
 

Link copied!