জানুয়ারি ১৮, ২০২৪, ০৬:১২ পিএম
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতার পরিবারের ওপর সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের এক আত্মীয় হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে।
এই অভিযোগ এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি।
তিনি বলেন, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের খালাতো ভাই ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হিরা এবং মামাতো ভাই মঞ্জুরুল হাসান তপনের নেতৃত্বে তার বাড়িতে এ হামলা চালানো হয়।
রনি আরও জানান, তাঁর বাড়ির একাধিক জানালাসহ বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা করা হয়। মামলায় পরিবারের সদস্য আহত হয়। হামলার পরবর্তীতে এলাকার সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে ও বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিক মিছিল বের করে ন্যক্কারজনক ও কাপুরোষিত এই হামলার প্রতিবাদ করেন।
মেহেদী হাসান রনি ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদে সভার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
উক্ত প্রতিবাদ সভায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেরুল হাসান সোহেল, সোহান খান, সৈকতুজ্জামান সৈকত, রাকিব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, সাবেক ছাত্র নেতা লতিফুল ইসলাম নিপুল, সোহাগ, সাগর আহমেদ, শওকত উসমান, নাজমুল হাসানসহ আরও অনেকে। এছাড়াও বর্তমান ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।