ক্ষমতার কাঙাল হয়ে যাইনি, ৩ বা ৬ মাসের মধ্যে নির্বাচন চাই না: মান্না

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৯, ২০২৪, ০১:৪৪ পিএম

ক্ষমতার কাঙাল হয়ে যাইনি, ৩ বা ৬ মাসের মধ্যে নির্বাচন চাই না: মান্না

রংপুরে মাহমুদুর রহমান মান্না। ছবি: ষংগৃহীত

ক্ষমতার কাঙাল হয়ে যাইনি আমরা। তিন বা ছয় মাসের মধ্যে নির্বাচনও চাই না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না। এ সময় সভপতিত্ব করেন নাগরিক ঐক্য, রংপুর জেলার আহ্বায়ক মহিউদ্দিন আজাদ।

সভায় ছাত্র-জনতার কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়তে আইন, বিচার, শিক্ষা, অর্থনীতিসহ সব গুরুত্বপূর্ণ সেক্টরে সংষ্কার শেষে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মতপ্রকাশ করেন মাহমুদুর রহমান মান্না।

“অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা রাখতে চাই” উল্লেখ করে তিনি বলেন, “আমরা তাদের প্রতি আস্থা রাখতে চাই। আমরা ক্ষমতার কাঙাল হয়ে উঠিনি। তিন বা ছয় মাসের মধ্যে নির্বাচনও চাই না। আমরা আগে সংস্কারগুলো দেখতে চাই। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই। অনুভব করতে চাই, টাকার জোরে কেউ আবার ভোট প্রতিহত করতে পারবে না। টাকার জোরে কেউ গুণ্ডা বা পুলিশ কিনতে পারবে না। পুলিশকে সংস্কার করে নতুনভাবে সাজাতে হবে।”

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, “যখন মনে হবে, সত্যি সত্যিই মুক্তভাবে মানুষ ভোট দিতে পারবে, তখনই নির্বাচন চাইবো। এর জন্য কতদিন লাগবে, আমি জানি না। যোগ্য লোক দেড় থেকে দুই বছরে শেষ করতে পারে। যদি বাধা হয়, তবে ৩ বছরও লাগতে পারে। আমাদের কাছে ক্ষমতার লালসা আসেনি যে ছয় মাসের মধ্যে ভোট করে দিতে হবে।”

Link copied!