ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৬:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
‘ছয় মাসে ড. ইউনূসের সরকার নবডঙ্গা, কিছুই করতে পারেনি। চালের দাম কমাতে পারেনি, যুবকদের চাকরি দিতে পারেনি। তাহলে ড. ইউনূসকে রেখে কী লাভ?’
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে এক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।
দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃখলা পরিস্থিতি উন্নতিসহ চার দফা দাবিতে সমাবেশে বক্তব্য রাখছিলেন শামসুজ্জামান দুদু। এ সময় তিনি বলেন, ‘বিএনপি চ্যালেঞ্জ নেওয়া দল, সারা বিশ্ব জানে। আল্লাহ অনুমোদন করেছে। নির্বাচন হলে বিএনপি এ বছর ক্ষমতায় আসবে, আগামীবারেও আসবে।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছি। একটা ভালো নির্বাচনের জন্য ১৭ বছর অপেক্ষা করছি। যারা এখন ক্ষমতায় আছেন তারা বলছেন, নির্বাচনের জন্য এত তাড়া কেন।’
ছাত্র সমন্বয়কদের সমালোচনা করে এই নেতা বলেন, ‘আমরাও ৯০’র গণঅভ্যুত্থান করেছি। আমরা এমপি মন্ত্রী হয়েও যে গাড়িতে উঠতে পারিনি, দুদিন হলো রাজনীতিতে এসে তারা সেই গাড়িতে চলছে, রূপায়ন টাওয়ারে প্লট নিয়েছে। এই টাকা কোথা থেকে আসে?’
সমাবেশে এ সময় বক্তারা দ্রত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
এ সময় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাধারণ সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী।