বাংলাদেশে ‘ভারতীয় পণ্য বয়কট’: যা বলল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৪, ২০২৪, ০৫:০০ পিএম

বাংলাদেশে ‘ভারতীয় পণ্য বয়কট’: যা বলল দিল্লি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর ‘ভারতীয় পণ্য বর্জনের ডাক’ দেওয়া নিয়ে দেশের রাজনীতির অন্দরমহলে বেশ শোরগোল হচ্ছে। প্রায় মাস তিনেক পক্ষে-বিপক্ষে এই সমালোচনা চলছে। এবার বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া নিয়ে প্রতিক্রিয়া করেছে স্বয়ং ভারতের সরকার।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক দুই দেশের সম্পর্কের গভীরতা নষ্ট করতে পারবে না। দুই দেশের সম্পর্কের ব্যাপ্তি সর্বগামী, এই সম্পর্ক এমনই থাকবে।

ব্রিফিংয়ে এক সাংবাদিকের কাছে তিনি প্রশ্ন তোলেন, ‘বাংলাদেশে গত বেশ কিছুদিন ধরে তথাকথিত ‘ইন্ডিয়া আউট’ নামে একটি ক্যাম্পেইন চলছে, যাতে মূলত ভারতের পণ্য বয়কটের ডাক দেয়া হচ্ছে। সে দেশের উল্লেখযোগ্য কয়েকজন বিরোধী নেতাও সেটাতে তাদের সমর্থন জানিয়েছেন। আপনি কি এই আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করতে চাইবেন? আর দ্বিতীয়ত, এর ফলে বাংলাদেশে ভারতের রফতানির পরিমাণে কি কোনো প্রভাব পড়ছে?’

Link copied!