‘জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না- সেটা ঠিক নয়’: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৮, ২০২৪, ০১:৫০ পিএম

‘জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না- সেটা ঠিক নয়’: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সমাজকল্যাণমন্ত্রী। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা ঠিক নয় বলে মতামত দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মণি।

তিনি মন্তব্য করেন, মুখে মুখে আমরা নেত্রীর জন্য ‘জানও দিয়ে দেবো’- বলে থাকি। কিন্তু নেত্রী দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দিয়ে থাকেন, তা অনেক সময় মানি না। নেত্রীর তথা দলের সিদ্ধান্ত না মেনে নিজেদের মতো চলবেন, এটা তো হওয়া উচিত না।

রোববার (২৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘এক-এগারোর সময়ে কারাবন্দী শেখ হাসিনার মুক্তির দাবিতে ২৫ লাখ গণস্বাক্ষর জমা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সমাজকল্যাণমন্ত্রী। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আওয়ামী লীগকে গণতান্ত্রিক দল উল্লেখ করে মন্ত্রী বলেন, দলের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া গণতান্ত্রিক। নেত্রী কারও ওপর কিছু চাপিয়ে দিচ্ছেন না। সবার সিদ্ধান্ত নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। মূল সিদ্ধান্তের আগে আমাদের মত থাকতে পারে। কিন্তু যখন সিদ্ধান্ত হয়ে যায়, তখন সেটা দলীয় সিদ্ধান্ত। হয় আমি সেই সিদ্ধান্ত মানি, না হয় আমি দল করবো না। সেই স্বাধীনতা আপনার আছে। কিন্তু আপনি দলও করবেন, নেত্রীর জন্য ‘জানও দিয়ে দেবেন’- (এমনটা) বলবেন, কিন্তু নেত্রীর নেতৃত্বে দলের যে সিদ্ধান্ত সেটা মানবেন না, তখন নিজেরা নিজের মতো চলবেন, এটা তো হওয়া উচিত না।

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সমাজকল্যাণমন্ত্রী। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ডা. দীপু মনি বলেন, ‘আমাদের ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ যত সংগঠন আছে- সব সংগঠনের সবার সামগ্রিকভাবে আমাদের বৃহত্তর যে আওয়ামী পরিবার আছে- আমাদের ঐক্য, আমাদের আদর্শের প্রতি ষোল আনা অঙ্গীকার ও শৃঙ্খলা থাকা জরুরি। কারণ আমাদের যত অর্জন- সবকিছু এসেছে আওয়ামী লীগের মাধ্যমে। সেই অর্জনকে নস্যাৎ করে দিতে যে অপশক্তি, তারা বঙ্গবন্ধুর সময় যেমন ছিল, আজকেও তারা সক্রিয় আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ঐক্য, সংকল্পের দৃঢ়তা, দলীয় আনুগত্য যদি সুধরে রাখতে না পারি, তবে কিন্তু সেই অপশক্তি আবারও ছোবল হানবে। তাই দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব- ওই অপশক্তি যেন কখনও ছোবল মারতে না পারে, সেটা লক্ষ্য রাখতে হবে।’

Link copied!