জানুয়ারি ১৪, ২০২৪, ০৩:১৬ এএম
দ্বাদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা নিয়ে প্রবেশের পর নতুন-পুরাতন মুখ নিয়ে মন্ত্রিসভা গঠন করেছে আওয়ামীলীগ।
মোট ৩৭ সদস্যবিশিষ্ট কেবিনেটে প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রীত্ব পেয়েছেন ২৫ জন, আর প্রতিমন্ত্রী হয়েছেন ১১ জন। খাগড়াছড়ি(২৯৮) আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।
কুজেন্দ্র ১৯৬৩ সালের ৪ নভেম্বর খাগড়াছড়ি জেলায় জন্ম গ্রহণ করেন। হলফনামায় দাখিলকৃত তথ্য অনুযায়ী তিনি স্নাতকপাশ।
কুজেন্দ্র লাল ত্রিপুরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৪ সালে খাগড়াছড়ি জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিতহয়েছিলেন। ৮ ফেব্রুয়ারি ২০১৮ সালে তাকে প্রত্যাবাসন শরণার্থী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাসনের বিষয়েটাস্কফোর্সের চেয়ারম্যান করা হয়। এই চেয়ারম্যান পদটি প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। এর আগে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলাপরিষদের চেয়ারম্যান হিসেবে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি ১৮৬০ সালে একটি স্বতন্ত্র জেলার মর্যাদার লাভ করে। পরবর্তীতে এ অঞ্চলকে তিনটি জেলায়রূপান্তরিত করা হয়। বর্তমানে তিনটি পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান নিয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল গঠিত। এতিনটি জেলার মোট আয়তন ১৩,২৯৫ বর্গ কিলোমিটার।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের আওতায় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও অখন্ডতার প্রতি পূর্ণ ও অবিচলআনুগত্য রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও অর্থনৈতিকঅধিকার এবং আর্থ-সামাজিক উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করা সহ বাংলাদেশের সকল নাগরিকের স্ব স্ব অধিকার সংরক্ষণ ওউন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত জাতীয় কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ১৯৯৭ সালের ২ডিসেম্বর একটি চুক্তি সম্পাদিত হয়। চুক্তির শর্তানুযায়ী ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়।