বামদের ভোটবর্জনে কিছু যায় আসে না : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২৪, ০৩:০১ পিএম

বামদের ভোটবর্জনে কিছু যায় আসে না : তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে বাম ভাইদের কোনো ভোট নেই। ইতোপূর্বে দেশে বিভিন্ন নির্বাচনে নিয়ে বাম নেতারা প্রমাণ করেছেন, দেশে আসলে তাদের ভোট নেই। তাদের ভোটবর্জনের ঘোষণায় কিছু যায় আসে না।

সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এমন মন্তব্য করেন।

বাম জোট আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে তথ্যমন্ত্রীর কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, বাম ভাইদের আসলেই কোনো ভোট নেই। জনবান্ধব কর্মসূচিতে যুক্ত না থাকায় তারা ভোটের রাজনীতি থেকে ছিটকে পড়েছে। তাদের ভোট বর্জনের ঘোষণায় কিছু যায় আসে না।

তথ্যমন্ত্রী আরও বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচন আন্তর্জাতিক মহল ব্যাপকভাবে গ্রহণ করেছে। দেশব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ফলে বিএনপি নির্বাচন প্রতিহত করার কর্মসূচি থেকে পিছু হটেছে।

Link copied!