জয় পেয়েছেন মরিয়ম নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৩:০৫ পিএম

জয় পেয়েছেন মরিয়ম নওয়াজ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে জয় পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বড় মেয়ে মরিয়ম নওয়াজ। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে লাহোরে এনএ-১১৯ আসনে প্রার্থী ছিলেন তিনি, খবর পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের। 

পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) তথ্য অনুযায়ী, নিজের আসনে ৮৩ হাজার ৮৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মরিয়ম।

মরিয়ম বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাকিস্তানে জাতীয় পরিষদের ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। তাই গতকাল ভোট হয়েছে ২৬৫ আসনে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, কোনো দল এককভাবে সরকার গঠন করতে চাইলে এবার ১৩৪টি আসনে জিততে হবে। তবে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানে এবার কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না–ও পেতে পারে।

সর্বশেষ ঘোষিত ফলাফলে পিএমএল-এন এবং আরেক সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাগারে থাকা ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-সমর্থিত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে দেখা গেছে। শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয়ী কে হবেন, তা নিয়ে বিশ্লেষকেরা এখনো স্পষ্ট করে আভাস দিতে পারছেন না।

Link copied!