জানুয়ারি ১১, ২০২৪, ০৩:৪৮ পিএম
চিত্রনায়ক ফারুকের মৃত্যুর পর ঢাকা–১৭ আসনে সংসদ সদস্য হন শিক্ষাবিদ মোহাম্মদ আলী আরাফাত। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে জয়ী হয়ে দ্বাদশ জাতীয় সংসদের প্রতিমন্ত্রী হলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ এ আরাফাত। এ মন্ত্রণালয়ের দায়িত্বে গত মেয়াদে মন্ত্রী হিসেবে ছিলেন ড. হাছান মাহমুদ।
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন ‘থিংক ট্যাঙ্ক’ হিসেবে কাজ করছেন শিক্ষাবিদ মোহাম্মদ এ আরাফাত।
এছাড়াও তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান। মোহাম্মদ এ আরাফাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ, ট্রানজিট এবং কানেক্টিভিটি, বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি, যুদ্ধাপরাধের বিচার, বাংলাদেশে রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে অনেক নিবন্ধ লিখেছেন।
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮ হাজার ৫৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকল্পধারা বাংলাদেশের আইনুল হককে হারিয়ে বিজয়ী হন মোহাম্মদ এ আরাফাত।
ঢাকা-১৭ আসন রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। সংসদে আসন নং-১৯০। এই আসনে মোট কেন্দ্র ১২৪টি। মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ৯৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৭৮৩ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ১৪৪ জন।