দ্বাদশ জাতীয় সংসদ

শিক্ষা উপমন্ত্রী থেকে এবার পূর্ণমন্ত্রী হলেন মহিবুল হাসান চৌধুরী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৪, ০৪:৫৮ পিএম

শিক্ষা উপমন্ত্রী থেকে এবার পূর্ণমন্ত্রী হলেন মহিবুল হাসান চৌধুরী

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে কে কোন মন্ত্রণালয়ে সেটি ইতিমধ্যে ঘোষিত হয়ে গিয়েছে।  এবারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মহিবুল হাসান চৌধুরী (নওফেল)। এর আগে এ দায়িত্বে ছিলেন ডা. দীপু মনি।

মহিবুল হাসান চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  চট্টগ্রাম-০৯ (বাকলিয়া-কোতয়ালি) সংসদীয়

আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। এর আগে ২০১৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর কমিটির কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হন নওফেল। 
২০১৬ সালের আওয়ামী লীগের ষোড়শ কাউন্সিলে কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন। 
মহিবুল হাসান চৌধুরী পেশায় একজন আইনজীবী। তিনি মন্ত্রিপরিষদে নিযুক্ত হওয়ার পূর্বে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার ও ঢাকা আইনজীবী সমিতির একজন সদস্য হিসবে “দি লিগ্যাল সার্কেল” নামক একটি আইন পরামর্শ প্রতিষ্ঠানে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের জন্য আইনজীবী হিসেবে ৯ বছর নিয়োজিত ছিলেন।

Link copied!