উপজেলা নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করতে পারবে না : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩০, ২০২৪, ০১:২০ পিএম

উপজেলা নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করতে পারবে না : ওবায়দুল কাদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করতে পারবে না। সংসদ সদস্যরা নির্বাচনে নিজের লোক জেতাতে প্রভাব বিস্তার করলে দল কোনোভাবেই তা মেনে নেবে না।

শনিবার (৩০ মার্চ) দুপুরে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সামনে উপজেলা নির্বাচন এই উপজেলা নির্বাচন নতুন ভাবে নতুন পরিবেশে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী বলেন, ৮১ টি দেশ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ৩২ আন্তর্জাতিক সংস্থা অভিনন্দন জানিয়েছে এবং নিবিড়ভাবে বাংলাদেশের সাথে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেছে।

তিনি বলেন, বিএনপি কী বললো না বললো এটা বিচার করে বাংলাদেশের রাজনীতি চলবে না। বাংলাদেশের বর্তমান অবস্থায় সাথে তাদের চিন্তাচেতনার কোন মিল নাই, আমরা সঠিক পথে আছি।

ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচনে অংশ না নেয়ার পরেও ৪২ শতাংশ ভোটার নির্বাচনে ভোট দিয়েছে এখানে নির্বাচনের ঘাটতি কোথায়?

তিনি বলেন, যারা এক সময় কথা বলতো নিষেধাজ্ঞার বিষয়ে কেউ কেউ আতংক ছড়িয়েছে তারাও বুঝতে পেরেছে বাংলাদেশের বাস্তবতা তারাও এখন এক সাথে কাজ করছে। বিএনপির শক্তি কমে গেছে তাদের মুখের বিষ উবরে উঠেছে, এতো বাজে কথা এতো নোংরা কথা একটা রাজনতিক দল বলতে পারে ভাবতেও অবাক লাগে 

Link copied!