‘শাপলা’ প্রতীক পাবে না এনসিপি: ইসি সচিব

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০২:৪৮ পিএম

‘শাপলা’ প্রতীক পাবে না এনসিপি: ইসি সচিব

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রত্যাশিত শাপলা প্রতীক ছাড়াই জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক তালিকায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, এনসিপি যদি নিবন্ধনও পায়, তালিকায় না থাকায় তারা দলীয় প্রতীক হিসেবে শাপলা হবে না।

“নিবন্ধন পাওয়ার পর দলটির নতুন প্রতীক চাইতে হবে। নির্ধারিত তালিকা থেকেই প্রতীক নিতে হবে।”

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনের এই অবস্থান তুলে ধরেন আখতার আহমেদ।

তিনি জানান, ১১৫টি প্রতীক রেখে নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। ভেটিংসহ আচরণবিধি ও প্রতীক তালিকা অনুমোদন হয়েছে।

Link copied!