দ্বাদশ নির্বাচনে নির্বাচিত নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৮, ২০২৪, ১০:০২ এএম

দ্বাদশ নির্বাচনে নির্বাচিত নতুন মুখ

গতকাল ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জেনে নেয়া যাক এই নির্বাচনে নির্বাচিত নতুন মুখ কারা ছিলেন।

এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে সম্পূর্ণ নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছিলেন প্রায় ১০৪ জন, যার মধ্যে প্রায় সবাই নির্বাচিত হয়েছেন এবং স্বতন্ত্র পদপার্থীদের মধ্যে নতুন ছিলেন ৬৭ জন।

অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে এই নতুনদের মধ্যে যারা আলোচনার শীর্ষে ছিলেন তাদের মধ্যে ঢাকা ১০ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রাপ্ত চলচ্চিত্র থেকে আগত একেবারে নতুন মুখ ছিলেন ফেরদৌস আহমেদ। তিনি ৬৫ হাজার ৮৯৮ ভোটে বিজয়ী হন ।

এর আগে মাশরাফি ক্রিকেট থেকে রাজনীতিতে আসলেও এবার সরাসরি সাকিব আল হাসান ক্রিকেট থেকে রাজনীতিতে আসেন। মাগুরা- ১, আসন নং ৯১ থেকে সবাইকে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী হন সাকিব-আল-হাসান। তিনি ভোট পান ১ লাখ ৯৫ হাজার ,৩৮৮।

আবার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন অফিসিয়াল নাম ( সৈয়দ সায়েদুল হক ) তিনি নতুন মুখ হিসেবে হবিগঞ্জ-৪ , আসন নং -২৪২ থেকে বিজয়ী নির্বাচিত হন।   তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ৬৯হাজার ৯৯।

এছাড়াও ঢাকা ৫ আসন নং- ১৭৮ এ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী  হারুনুর রশিদ মুন্নাকে হারিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী নতুন মুখ মশিউর রহমান মোল্লা সজল। তিনি ভোট পেয়েছেন ৫০ হাজার ৩৩৪টি।

Link copied!