জানুয়ারি ১১, ২০২৪, ০৯:০৩ পিএম
দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশের নতুন অর্থমন্ত্রী হয়েছেন দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন আ হম মুস্তাফা কামাল। আর সে মেয়াদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আবুল হাসান মাহমুদ আলী।
টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য হওয়া আবুল হাসান মাহমুদ আলী নবম জাতীয় সংসদে তিনি প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, পরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
দশম জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
আবুল হাসান মাহমুদ আলী ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে তিনি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ১৯৬২ সালে বি এ এবং ১৯৬৩ সালে এম এ ডিগ্রি অর্জন করেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন তিনি।