জানুয়ারি ১৪, ২০২৪, ০১:৫৩ এএম
দ্বাদশ জাতীয় সংসদের জন্য গঠিত হলো মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভায় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।
নারায়ণ চন্দ্র চন্দ কর্মজীবনের শুরুতে ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরে সেখান থেকে হন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তবে ২০০৫ সালে শিক্ষকতা থেকে অবসর নেন তিনি। এদিকে টানা ৩৮ বছরের বৈচিত্র্যময় শিক্ষকতা জীবনের সঙ্গে তার রয়েছে সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা।
নারায়ণ চন্দ্র চন্দ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন ১৯৬৭ সালে। পরের বছরই আওয়ামী লীগের ডুমুরিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। ১৯৮৪ সালে তিনি ডুমুরিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৫ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
সবশেষ ২০০৩ সালে গঠিত কমিটিতেও তিনি সভাপতি নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সদস্য এবং আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় আহ্বায়ক ছিলেন।
তিনি ২০১৪ সালের ২৫ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২ জানুয়ারি পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ২০১৮ সালের ২ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি ২০১৯ পর্যন্ত একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।