ভারতীয় পণ্য ছাড়া খাবার জুটবে না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৫, ২০২৪, ০৬:১১ পিএম

ভারতীয় পণ্য ছাড়া খাবার জুটবে না: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ওবায়দুল কাদের। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দেশজুড়ে ভারতীয় পণ্য বয়কট নিয়ে আলোচনা শুরু হয়েছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ডাকে শুরু হওয়া এই বয়কটে সম্প্রতি সংহতি জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এর পরিপ্রেক্ষিতে খোদ দলের ভেতরে সমালোচনা হচ্ছে। পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের মধ্যেও বিষয়টি নিয়ে কম চর্চা হচ্ছে না। এ অবস্থায়ই ভারতীয় পণ্য ছাড়া খাবার জুটবে না বলে বিএনপি ও সমমনা নেতাদের সাফ কথা শুনিয়ে দিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, ‘ভারতীয় পণ্য ছাড়া খাবার জুটবে না’।

সোমবার (২৫ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ১৯৭১ সালে কোথায় যুদ্ধ করেছেন- আলোচনা সভায় সেই প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, ‘৭১-এ আপনি কোথায় ছিলেন? একাত্তরে আপনি কোথা থেকে ট্রেনিং নিয়েছেন? ‘৭১-এ কোন সেক্টরে আপনি যুদ্ধ করেছেন? যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তারা কোনদিনও মুক্তিযোদ্ধা হতে পারে না। তারা দালাল। তাদের জন্য আজও আমরা ২৫শে মার্চ গণহত্যার স্বীকৃতি পাইনি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পাকিস্তানের কাছ থেকে আমাদের ন্যায্য পাওনা আজও বুঝে পাইনি। পাকিস্তানের নাগরিকরা বছরের পর বছর ধরে আমাদের ঘাড়ে বোঝা হয়ে আছে। কথা দিয়েও তারা পাকিস্তানি নাগরিকদের ফেরত নেয়নি। ফখরুল সিঙ্গাপুর থেকে এসে দিবাস্বপ্নে বিভোর। বিএনপি পাকিস্তানের দালালী করে এই শত্রুরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নাই। বিএনপির বিদেশি প্রভুরা যখন নির্বাচন বানচালে চক্রান্ত করেছিল। তখন আমাদের বন্ধুরা তা প্রতিহত করেছে।’

ভারতীয় পণ্য নিয়ে বিএনপির সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির লোকদের বাড়ি ঘরে গিয়ে খুঁজতে হবে। রান্নাঘরে যা যা ব্যবহার করে এর মধ্যে ভারতীয় পণ্য কোনটা কোনটা।’

সেতুমন্ত্রী বলেন, ‘রান্নাঘরে যান সব ঘরে ভারতীয় পণ্য। শোয়ার ঘরে যান প্রত্যেকেরই শাড়ি কাপড় ভারতীয় পণ্য। এখন রিজভী রাজনীতি করার জন্য গা থেকে কাশ্মীরি শাল ফেলে দিয়ে আগুনে পুড়িয়েছে আরও কয়টা শাল ঘরে আছে কে জানে?’

রুহুল কবির রিজভীর মতো মাথা গরম না করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিবকে তিনি বলেন, ‘ফখরুল সাহেব আপনিও রিজভীর মতো মাথা গরম করবেন না। বেশি কথা বললে আমরা হাটে হাড়ি ভেঙে দেবো।’

Link copied!